এখন ভোট
0

নির্বাচনী প্রচারে মুখর সারাদেশ

অভিজিৎ শান্ত

মিছিল, উঠান বৈঠক, মাইকিং ও লিফলেট বিতরণের মাধ্যমে সারাদেশে সরগরম ভোটের মাঠ। ভোটারদের মন যোগাতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা।

নারায়ণগঞ্জ-৪ আসনে প্রচার চালিয়েছেন সংসদ সদস্য প্রার্থী শামীম ওসমান। এসময় এলাকার ৮৫ শতাংশ কাজ হয়েছে দাবি করে তিনি বলেন, পুনরায় নির্বাচিত হলে মাদকমুক্ত নারায়ণগঞ্জ গড়বেন তিনি।

শামীম ওসমান বলেন, 'বিশ্ববিদ্যালয়-মেডিকেল কলেজ ও শেখ কামাল আইটি ইন্সটিটিউটের কাজ শেষ করেছি। ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক ১২০ ফুট চওড়া হবে।'

এদিন মাঠে ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী তৈমুর আলম খন্দকার।

তিনি বলেন, 'বিভিন্ন শিক্ষা বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের দায়িত্বে যারা আছেন তাদেরকে যেন নির্বাচনের কোন দায়িত্ব দেওয়া না হয়।'

রাজশাহীতেও এদিন প্রচারণা চালিয়েছেন রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহী। এসময় ট্রাক প্রতীকের পক্ষে ভোট চান তিনি। নির্বাচনী জনসভায় এদিন নানা প্রতিশ্রুতি দিয়েছেন মাগুরা-১ আসনে নৌকার প্রার্থী সাকিব আল হাসান। নীলফামারীতেও বেকারত্ব দূরীকরণের পাশাপাশি উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী মাঠে ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর।

মাহিয়া মাহী বলেন, 'মানুষের কাছ থেকে খুব ভালো সাড়া পাচ্ছি। বিশেষ করে নারীরা চায় একজন নারীর জয় হোক।'

সাকিব আল হাসান বলেন, 'আমার জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করবো আপনাদের হয়ে কাজ করার। এখন মাগুরা থেকে আমার পাওয়ার কিছু নেই। যদি কিছু দিতে পারি তাহলে শান্তি পাবো।'

আসাদুজ্জামান নূর বলেন, 'ইতিমধ্যে ইপিজেডের মাধ্যমে একটা ব্যাপক কমর্সংস্থান হয়েছে। আরেকটি অর্থনৈতিক এলাকা যেটি মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন। সেটি দ্রুতসম্ভব বাস্তবায়িত করতে চাই।'

সকাল থেকে সিলেট সিটি কর্পোরেশন এলাকায় দলের নেতা কর্মীদের নিয়ে লিফলেট বিতরণের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী এ কে আব্দুল মোমেন।

এ কে আব্দুল মোমেন বলেন, 'উন্নয়নের অগ্রযাত্রাকে আমরা অব্যাহত রাখতে হবে। কোন সংঘাত চাইনা, শান্তি চাই।'

৫ জানুয়ারি সকাল ৮টায় শেষ হবে নির্বাচনী প্রচারণা।

এভিএস