বাজেট প্রতিক্রিয়া
বাজেট ২০২৪-২৫
0

বাজেটে পুঁজিবাজারের মূলধনী আয়কে ১ বছর করমুক্ত রাখার অনুরোধ ব্রোকার্স অ্যাসোসিয়েশনের

প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারে মূলধনী আয়কে অন্তত ১ বছর করমুক্তকরণ ও নতুন বিওধারীদের ৩ বছর করমুক্ত রাখার অনুরোধ জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। পাশাপাশি সাতটি বিষয়ে মতামত দিয়েছে সংগঠনটি।

আজ (মঙ্গলবার, ১১ জুন) রাজধানীতে মতিঝিলে ডিএসই ব্রোকার্স ক্লাবে আয়োজিত প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পরবর্তীতে সংবাদ সম্মেলনে এসব কথা জানায় ডিবিএ।

ডিবিএর সভাপতি সাইফুল ইসলাম বলেন, 'পুঁজিবাজারের মূল‌ সমস্যা ভালো কোম্পানি না আসায় ভালো বিনিয়োগকারী তৈরি করতে না পারা।'

তিনি বলেন, 'রাজস্ব নীতি দিয়ে পুঁজিবাজার সমাধান হবে না বরং স্বচ্ছতা এনে নতুন বিনিয়োগকারী তৈরি করতে হবে।'

পাশাপাশি স্টক মার্কেট বাড়াতে ভালো কোম্পানিগুলোর ট্যাক্স কমানো দরকার বলে মনে করেন তিনি।‌ একইসঙ্গে শেয়ারবাজারে ডিএসইর পরিচালকের কারসাজি খুঁটিয়ে দেখার কথা বলেন।

ডিবিএর বাজেট প্রতিক্রিয়ায় মতামতে বলা হয় ব্রোকারেজের করহার যৌক্তিককরণ, মূলধন ক্ষতির ওপর বিদ্যমান আইনের ব্যাখ্যা স্পষ্টকরণ, রাষ্ট্রীয় মালিকানাধীন এন্টারপ্রাইজ তালিকাভুক্তির রোডম্যাপ, অতালিকাভুক্ত সংস্থাগুলোর কর্পোরেট করহার সর্বোচ্চ ব্যক্তিগত করহারের বাইরে বৃদ্ধিকরণ ও মার্জিন লসকে কর ছাড়যোগ্য অনুমতি।

ইএ