বাজেট প্রতিক্রিয়া
বাজেট ২০২৪-২৫
0

বাজেটের মাধ্যমে লুটপাট করা হয়েছে, হচ্ছে: মির্জা ফখরুল

বাজেটের মাধ্যমে লুটপাট করা হয়েছে এবং হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (বৃহস্পতিবার, ৬ জুন) ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট নিয়ে বিএনপির তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, 'বাজেট হলেই সব কিছুর দাম বাড়ে। সাধারণ মানুষের জন্য এই বাজেট নয়, মানুষ ঋণের বোঝা টানতে টানতে আর পারছে না। এই বাজেটের সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে নতুন নতুন মেগা প্রজেক্ট আর মেগা চুরি।'

তিনি বলেন, ‘এই বাজেটে আয়ের চেয়ে ব্যয় বেশি। সরকারের সকল ঋণ জনগণের ওপর পড়ছে। কয়েকদিন আগেই বাড়লো পেট্রোল ও ডিজেলের দাম, তার সঙ্গে এখন যুক্ত হয়েছে বাজেট। দেশের জনগণ আজ অসহায়।'

উল্লেখ্য আজ নতুন অর্থবছরের (২০২৪-২৫) জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট উত্থাপন করা হয়েছে। নতুন বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ লাখ ৪১ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আয় করতে হবে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা।