দলীয় সূত্রে জানা যায়, কাতার এয়ারলাইন্সের একটি এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়া লন্ডন যাবেন। সঙ্গে যাবেন আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. মো. এনামুল হক চৌধুরী, বিএনপি নির্বাহী কমিটির সদস্য তাবিদ আওয়াল।
এছাড়া ৭জন চিকিৎসক, দুই জন ব্যক্তিগত সচিব, একজন নিরাপত্তা কর্মকর্তা ও দুইজন গৃহকর্মী। দীর্ঘ সময় ধরেই খালেদা জিয়া ফুসফুস, কিডনি, হৃদ্রোগ ও ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভুগছেন।