আজ (সোমবার, ১৯ জানুয়ারি) বিকেলে শাকসু বানচালের প্রতিবাদের বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এমন ঘোষণা দেয় ঢাকা শিবিরের ঢাকা মহানগর ও কেন্দ্রীয় নেতারা।
এসময় শাকসু বন্ধে হাইকোর্টে আদেশকে ঘৃণ্যভাবে প্রত্যাখ্যানের ঘোষণা দেয় ডাকসু ভিপি সাদিক কায়েম।
আরও পড়ুন:
শিবির নেতাদের অভিযোগ, ছাত্রদল ভাড়া লোক দিয়ে ইসিতে মব সৃষ্টির মাধ্যমে শাকসু বানচালের পায়তারা করছে। যা ছাত্রদের অধিকারের বিরুদ্ধে অবস্থান। বিএনপির প্রতিও একি অভিযোগ করেন শিবির নেতারা।
এর আগে আজ শাকসু নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গতকাল (রোববার, ১৮ জানুয়ারি) শাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মমিনুর রশিদ শুভ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় শাকসু ও হল সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন।





