ইবি ছাত্রশিবিরের নতুন সভাপতি ইউসুব, সেক্রেটারি রাফি

সভাপতি ইউসুব ও সেক্রেটারি রাফি
সভাপতি ইউসুব ও সেক্রেটারি রাফি | ছবি: এখন টিভি
0

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ২০২৬ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল (শনিবার, ১০ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি মিলনায়তনে সদস্য সমাবেশের মাধ্যমে কমিটি গঠন করা হয়।

সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইউসুব আলী। সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন আল-ফিকহ্ এন্ড ল বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাশেদুল ইসলাম রাফি এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাকারিয়া হোসাইন।

আরও পড়ুন:

কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলামের উপস্থিতিতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ শেষে ইউসুব আলীকে সভাপতি ঘোষণা করে শপথ বাক্য পাঠ করানো হয়। পরে সদস্যদের পরামর্শে তিনি সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক মনোনয়ন দেন।

নবনির্বাচিত সভাপতি ইউসুব আলী জানান, দায়িত্বকে আমানত হিসেবে গ্রহণ করে সততা ও জবাবদিহির সঙ্গে পালন করবেন। তিনি শিক্ষার্থীদের ন্যায্য অধিকার, শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং নৈতিক ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে কাজ করার অঙ্গীকার করেন।

ইএ