জকসু নির্বাচন: ২৬ কেন্দ্রে ভিপি-জিএস পদে এগিয়ে শিবির প্যানেল

জকসু নির্বাচনের ভোট গণনা
জকসু নির্বাচনের ভোট গণনা | ছবি: এখন টিভি
1

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন–২০২৫ এর কেন্দ্রীয় সংসদে এখন পর্যন্ত ২৬টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। এতে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম ৩৫১ ভোটে ও জিএস প্রার্থী আব্দুল আলিম ২০৪৩ ভোটে এগিয়ে রয়েছে।

ছাত্রদল-ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব ২৬ কেন্দ্রের ভোট গণনা শেষে পেয়েছেন তিন হাজার ১৩ ভোট। ছাত্রশিবির সমর্থিত রিয়াজুল ইসলাম পেয়েছেন তিন হাজার ৩৬৪ ভোট। তিনি রাকিবের চেয়ে ৩৫১ ভোটে এগিয়ে আছেন।

আজ (বুধবার, ৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জকসুর ৩৯ কেন্দ্রের মধ্যে ২৬ কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান।

আরও পড়ুন:

এছাড়া প্রাপ্ত ২৩ কেন্দ্রের ফল অনুযায়ী জিএস পদে এগিয়ে আছে শিবির সমর্থিত প্যানেলের আব্দুল আলিম আরিফ। তিনি তিন হাজার ৩৫৩ টি ভোট পেয়েছে। আর ছাত্রদল সমর্থিত খাদিজাতুল কোবরা পেয়েছেন এক হাজার ৩১০ ভোট। খাদিজাতুল কোবরার চেয়ে দুই হাজার ৪৩ ভোট এগিয়ে রয়েছে আব্দুল আলিম।

এছাড়া এজিএস পদেও এগিয়ে রয়েছে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল। ছাত্রশিবির সমর্থিত এ প্যানেলের এজিএস প্রার্থী মাসুদ রানা পেয়েছেন দুই হাজার ৯৮৩ ভোট। আর ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেলের বিএম আতিকুর রহমান তানজিল পেয়েছেন এক হাজার ৪৯৯ ভোট। তানজিলের চেয়ে ৪৮৪ ভোট বেশি পেয়ে এগিয়ে রয়েছে মাসুদ।

এর আগে গতকাল (মঙ্গলবার, ৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় ভোটগ্রহণ শেষ হয়। ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পাশাপাশি একটি হল সংসদে ১ হাজার ২৪২ জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পান। নির্ধারিত সময় বিকেল ৩টার মধ্যে কেন্দ্রে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীদের ভোট দেয়ার সুযোগ দেয়া হয়।

এসএস