একনজরে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২৬-এর গুরুত্বপূর্ণ সময়সূচি
১. প্রবেশপত্র ডাউনলোড (Admit Card Download):
- শুরু হয়েছে ২৭ ডিসেম্বর ২০২৫ থেকে।
- ডাউনলোড করা যাবে পরীক্ষার ঠিক পূর্ব পর্যন্ত।
২. আসনবিন্যাস প্রকাশ (Seat Plan Publication):
- ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখে আসনবিন্যাস অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
৩. ভর্তি পরীক্ষা (Admission Test Date):
- ০৩ জানুয়ারি ২০২৬, শনিবার।
- সময়: বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত (১ ঘণ্টা)।
৪. ফলাফল প্রকাশ (Result Publication):
- ০৭ জানুয়ারি ২০২৬ তারিখে মেধা ও অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হবে।
আরও পড়ুন:
ভর্তি পরীক্ষার বিস্তারিত সময়সূচি (Admission Test Schedule)
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এবারের কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আগামী ৩ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে:
- পরীক্ষার সময়: বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত (1 Hour Duration)।
- আসন সংখ্যা: ৯টি বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা ৩ হাজার ৭০১টি (3,701 Seats)।
আবেদন ও আয়োজক বিশ্ববিদ্যালয় (Application & Organizing University)
গত ২৫ নভেম্বর ২০২৫ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন কার্যক্রম পরিচালিত হয়। এ বছর ভর্তি পরীক্ষা আয়োজন ও সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছে গাজীপুরের গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (GAKRUBI)।
শিক্ষার্থীরা এখন কৃষি গুচ্ছের নির্দিষ্ট ওয়েবসাইট থেকে নিজ নিজ প্রোফাইলে লগইন করে তাদের সিট প্ল্যান বা আসনবিন্যাস দেখে নিতে পারছেন। পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের অন্তত ১ ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
আরও পড়ুন:
কৃষি গুচ্ছের আওতাধীন ৯টি বিশ্ববিদ্যালয়ের নাম এবং ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আসন সংখ্যা (Seat Capacity) নিচে দেওয়া হলো:
ক্রমিক বিশ্ববিদ্যালয়ের নাম আসন সংখ্যা ১ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (BAU) ১,০০৬ ২ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (GAKRUBI) ৫১০ ৩ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (SAU) ৭০৫ ৪ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (PSTU) ৪৫২ ৫ চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (CVASU) ২৭৫ ৬ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (SAU) ৪৩১ ৭ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (KAU) ১৫০ ৮ হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় (HAU) ৯০ ৯ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় (KuAU) ৮২ সর্বমোট: ৩,৭০১
আরও পড়ুন:
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২৬: মান বণ্টন ও পরীক্ষার বিস্তারিত নিয়মাবলি
কৃষি গুচ্ছের ৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার যাবতীয় নিয়মাবলি প্রকাশ করা হয়েছে। আগামী ৩ জানুয়ারি ২০২৬ (শনিবার) বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত ১ ঘণ্টার এই ভর্তি পরীক্ষা এমসিকিউ (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
মান বণ্টন ও বিষয়ভিত্তিক নম্বর (Mark Distribution)
এবারের ভর্তি পরীক্ষা ২০২৫ সালের এইচএসসি বা সমমান পরীক্ষার সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। মোট ১০০ নম্বরের পরীক্ষায় বিষয়ভিত্তিক নম্বর বিভাজন নিচে দেওয়া হলো:
- ইংরেজি: ১০ নম্বর
- প্রাণিবিজ্ঞান: ১৫ নম্বর
- উদ্ভিদবিজ্ঞান: ১৫ নম্বর
- পদার্থবিজ্ঞান: ২০ নম্বর
- রসায়ন: ২০ নম্বর
- গণিত: ২০ নম্বর
- মোট নম্বর: ১০০ (MCQ)
গুরুত্বপূর্ণ নিয়মাবলি (Important Rules)
- ১. সময়: ১ ঘণ্টা (বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত)।
- ২. সঠিক উত্তরের নম্বর: প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর যোগ হবে।
- ৩. নেতিবাচক নম্বর (Negative Marking): প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। অর্থাৎ ৪টি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে ১ নম্বর বিয়োগ হবে।
- ৪. পরীক্ষা কেন্দ্র: ৯টি মূল কেন্দ্র এবং প্রযোজ্য ক্ষেত্রে এক বা একাধিক উপ-কেন্দ্রে পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন:
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলাফল পদ্ধতি: যেভাবে তৈরি হবে মেধা তালিকা
কৃষি গুচ্ছের ৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল কেবল ভর্তি পরীক্ষার নম্বরের ওপর ভিত্তি করে নয়, বরং পূর্ববর্তী শিক্ষাগত যোগ্যতার নম্বরসহ মোট ১৫০ নম্বরের ভিত্তিতে প্রস্তুত করা হবে।
নম্বর বিভাজন ও মেধা তালিকা (Result Calculation Method)
ভর্তি পরীক্ষার মেধা ও অপেক্ষমাণ তালিকা তৈরির ক্ষেত্রে নিচের নিয়মটি অনুসরণ করা হবে:
- ১. ভর্তি পরীক্ষা (MCQ): ১০০ নম্বর।
- ২. এসএসসি/সমমান (GPA): ২৫ নম্বর (চতুর্থ বিষয় ব্যতীত প্রাপ্ত জিপিএ-কে ৫ দিয়ে গুণ করে)।
- ৩. এইচএসসি/সমমান (GPA): ২৫ নম্বর (চতুর্থ বিষয় ব্যতীত প্রাপ্ত জিপিএ-কে ৫ দিয়ে গুণ করে)।
- মোট নম্বর: ১০০ + ২৫ + ২৫ = ১৫০ নম্বর।
আরও পড়ুন:
জিপিএ নম্বর গণনার নিয়ম (GPA Scoring Rule)
এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় প্রাপ্ত জিপিএ (চতুর্থ বিষয় বাদে) থেকে সর্বোচ্চ ২৫ করে মোট ৫০ নম্বর যোগ করা হবে। যদি কোনো পরীক্ষার্থীর চতুর্থ বিষয় বাদে জিপিএ $5.00$ থাকে, তবে তিনি পূর্ণ ২৫ নম্বর পাবেন।
উদাহরণ: যদি আপনার এসএসসি-তে চতুর্থ বিষয় বাদে জিপিএ 4.80 হয়, তবে আপনার প্রাপ্ত নম্বর হবে: 4.80 \times 5 = 24।





