৮ দফা দাবিতে ঈশ্বরদী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শিক্ষার্থীদের সড়ক অবরোধ

শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষার্থীদের বিক্ষোভ | ছবি: এখন টিভি
0

ডিপ্লোমা কৃষিবিদদের জন্য স্বতন্ত্র পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ আট দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ঈশ্বরদী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আজ (‎সোমবার, ২২ ডিসেম্বর) দুপুরে পর্ব সমাপনী পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীরা শহরের রেলগেট এলাকায় প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন।

এ সময় সড়কের দু’পাশে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে চরম ভোগান্তির সৃষ্টি হয়।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে তাদের যৌক্তিক দাবি বাস্তবায়ন না হওয়ায় বাধ্য হয়েই তারা সড়ক অবরোধে নামতে বাধ্য হয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

আরও পড়ুন:

‎খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মমিনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানান। পরে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে, শিক্ষার্থীরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

‎উল্লেখ্য, সারা দেশের মতো গত পাঁচ দিন ধরে আট দফা দাবিতে ঈশ্বরদী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

এফএস