বিজয়ের মাস জাতিকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়: ঢাবি উপাচার্য

অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান
অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান | ছবি: এখন টিভি
0

মহান বিজয়ের মাস জাতিকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয় বলে মন্তব্য করেছেন বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ উদ্দিন আহমেদ। আজ (সোমবার, ১ ডিসেম্বর) সকালে বিজয়ের মাস শুরুর দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তনে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

উপাচার্য বলেন, ‘জাতির সূর্যসন্তানরা দেশকে পরাধীনতার গ্লানি থেকে মুক্ত করে গেছেন। এসময় তিনি ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণ করেন।’

আরও পড়ুন:

এর আগে সকাল ৯টায় উপাচার্যের নেতৃত্বে একটি বিজয়ের র‍্যালী বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা থেকে শুরু হয় টিএসসি ঘুরে স্মৃতি চিরন্তনে এসে শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা র‍্যালিতে অংশ নেয়। এরপর সেখানে সংগীত বিভাগের তত্ত্বাবধানে মুক্তিযুদ্ধ ও বিজয় দিবসভিত্তিক দেশাত্মবোধক গান পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

ইএ