ঢাবিতে ‘ভূমিকম্প আতঙ্কে’ ১৫ দিনের ছুটি, শিক্ষার্থীদের ভোগান্তি

হল ত্যাগ করছেন শিক্ষার্থীরা
হল ত্যাগ করছেন শিক্ষার্থীরা | ছবি: এখন টিভি
1

সম্ভাব্য ‘বড় ধরনের ভূমিকম্পের শঙ্কায়’ ১৫ দিনের ছুটি ঘোষণা করে গতকাল (শনিবার, ২২ নভেম্বর) শিক্ষার্থীদের দ্রুত হল ছাড়ার নির্দেশ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হঠাৎ ঘোষণায় বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আবাসিক শিক্ষার্থীরা। তবে দফায় দফায় হওয়া ভূমিকম্পে আতঙ্কিত থাকায় পরিবারের কাছে ফিরতে পারায় কিছুটা স্বস্তিও প্রকাশ করেছেন তারা। একইসঙ্গে ঝুঁকিপূর্ণ হলগুলোর দ্রুত স্থায়ী সমাধান দাবি করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের শিক্ষার্থী মারিয়াম আক্তার, জিয়া হলের রাইসুল ইসলাম ও বিজয় একাত্তর হলের রোহান—হঠাৎ হল ছাড়ার নির্দেশে ব্যাগ গুছিয়ে রওনা হয়েছেন নিজ নিজ এলাকায়; চাঁদপুর, রংপুর ও ভোলায়। আকস্মিক সিদ্ধান্তে ভোগান্তি হলেও নিরাপত্তার কারণেই বাড়ি ফিরছেন তারা।

আরও পড়ুন:

দফায় দফায় ভূমিকম্পের পর যখন শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক বাড়ছিল, তখনই বিশ্ববিদ্যালয় প্রশাসন ১৫ দিনের জন্য সব ক্লাস–পরীক্ষা স্থগিত এবং আজ (রোববার, ২৩ নভেম্বর) বিকেল পাঁচটার মধ্যে হলে থাকা শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়।

জিয়া হল, মহসিন হলসহ বেশ কিছু হলের দীর্ঘদিনের অবকাঠামোগত দুরবস্থা ভূমিকম্পের পর শিক্ষার্থীদের উদ্বেগ আরও তীব্র করেছে। ফলে দূর–দূরান্তের শিক্ষার্থীদের ভোগান্তি থাকলেও নিরাপত্তার জন্য হল ছাড়তে স্বস্তি পাচ্ছেন তারা।

তবে মাত্র ১৫ দিনের ছুটিতে ভূমিকম্প ঝুঁকি কতটা কমবে তা নিয়ে প্রশ্ন রয়েছে শিক্ষার্থীদের। তারা বলছেন, সম্ভাব্য ঝুঁকি এড়াতে হলে দ্রুত নজরদারি, সংস্কার এবং স্থায়ী সমাধান জরুরি।

ইএ