আজ (মঙ্গলবার, ১৮ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ রফিক ভবনের সামনে সংবাদ সম্মেলন করে প্যানেল ঘোষণা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম। ২১ জনের পূর্ণ প্যানেলে আছেন চারজন নারী প্রার্থীও।
ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম প্রত্যাশা করেন, লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখবে নির্বাচন কমিশন।
আরও পড়ুন:
এদিন জাতীয় ছাত্রশক্তির প্যানেল ঘোষণা করেন দলটির সভাপতি জাহিদ আহসান। ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেলে ভিপি প্রার্থী কিশোয়ার আনজুম সাম্য, জিএস প্রার্থী ফয়সাল মুরাদ এবং এজিএস প্রার্থী মো. শাহিন মিয়া।
জকসু নির্বাচনের ফরম দাখিলের শেষ দিনে নির্বাচন কমিশনে দেখা ফরম জমা দিতে নির্বাচন কমিশন কার্যালয়ে দেখা গেছে ভিড়। ২১টি পদের বিপরীতে ২৬৭টি পদে ফরম বিক্রি হয়।





