র্পূণাঙ্গ ফলাফল ঘোষণায় ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ১২ হাজার ৬৮৭ ভোট, ছাত্রদল সমর্থিত শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন তিন হাজার ৩৯৭ ভোট।
এছাড়া জিএস পদে আধিপত্যবিরোধী ঐক্য জোটের সালাহউদ্দিন আম্মার পেয়েছেন ১১ হাজার ৪৯৭টি ভোট ও ছাত্রশিবির সমর্থিত ফাহিম রেজা পেয়েছেন পাঁচ হাজার ৭২৭ ভোট। সালাহউদ্দিন আম্মার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক।
এজিএস পদে ছাত্রশিবির সমর্থিত এস এম সালমান সাব্বির পেয়েছেন ছয় হাজার ৯৭৫ ভোট ও ছাত্রদল সমর্থিত জাহিন বিশ্বাস এষা পেয়েছেন পাঁচ হাজার ৯৫১ ভোট।
আরও পড়ুন:
এদিকে সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনের পাশে জায়ান্ট স্ক্রিনে ফলাফল দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেছেন নবনির্বাচিত ভিপি। এসময় তিনি জানান, জয়ী হতে পারলে শিক্ষার্থীদের দীর্ঘ দিনের জমে থাকা সংকট নিরসনে কাজ করবেন তারা। সঙ্গে বিজিতদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত সকল সমস্যার সমাধানে কাজ করবেন।
নির্বাচনে ১০টি প্যানেলসহ রাকসুর ২৩ পদে ২৪৭ জন, হল সংসদে ১৫ পদে ১৭টি হলে ৫৯৭ প্রার্থী এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ৫ পদে ৫৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। রাকসুতে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৩ জন ও এজিএস পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১। এর মধ্যে ছাত্রী ভোটার ১১ হাজার ৩০৫ জন ও ছাত্র ভোটার ১৭ হাজার ৫৯৬ জন। নির্বাচনে ভোট পড়েছে ৬৯ দশমিক ৮৩ শতাংশ। এর মধ্যে ছয়টি নারী হলে ভোট পড়ার হার ৬৩ দশমিক ২৪ শতাংশ।





