‘রাকসু নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে প্রস্তুত নির্বাচন কমিশন’

রাকসু নির্বাচন
রাকসু নির্বাচন | ছবি: এখন টিভি
0

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন প্রস্তুত বলে জানান রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার। আজ (বুধবার, ১৫ অক্টোবর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট আয়োজিত সংবাদ সম্মেলনে রাকসু নির্বাচনের কমিশনার প্রফেসর এফ নজরুল ইসলাম এ কথা বলেন।

নজরুল ইসলাম বলেন, ‘আসন্ন রাকসু নির্বাচনে নির্বাচনের সার্বিক কার্যাবলী সম্পন্ন করা হয়েছে। নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ে ও আশেপাশে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার, ছয়জন নির্বাচন কমিশনার ও একজন প্রধান রিটার্নিং অফিসারসহ ছয়জন রিটার্নিং অফিসার দায়িত্ব পালন করছেন।’

নির্বাচনে মোট ২৮ হাজার ৯০১ জন ভোটার আছে। তারা মোট ৮৬০ জন প্রার্থীর পক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯টি অ্যাকাডেমিক ভবনে স্থাপিত ১৭টি ভোটকেন্দ্রে।

আরও পড়ুন:

কেন্দ্রীয় রাকসুর ২৩টি পদে মোট ৩০৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। যারমধ্যে রয়েছে সহসভাপতি ( ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পদ। সিনেটে পাঁচটি পদে ৫৮ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্যদিকে, ১৭টি হল সংসদের ২৫৫টি পদে মোট ৫৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। মোট ভোটারের ৩৯ দশমিক ১ শতাংশ নারী এবং ৬০ দশমিক ৯ শতাংশ পুরুষ।

ভোট গ্রহণ করবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ। মোট ২১২ জন শিক্ষকের মধ্যে ১৭ জন প্রিসাইডিং অফিসার। অবশিষ্ট শিক্ষকবৃন্দ সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে ভোট পরিচালনার দায়িত্বে থাকবেন। এছাড়া, ৯১ জন কর্মকর্তা পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন।

নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, ‘নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। দুই হাজার পুলিশ সদস্য, ছয় প্লাটুন বিজিবি, এবং ১২ প্লাটুন র‍্যাব সদস্য ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করবেন।’

এ সময় তিনি আরও জানান, প্রতিটি ধাপে ফুলপ্রুফ নিরাপত্তা ও স্বচ্ছতা বজায় রাখার ব্যবস্থা নেয়া হয়েছে। নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি কার্যক্রম সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে এবং স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করা হবে।

এফএস