গকসুর ভিপি হলেন ইয়াসিন, জিএস রায়হান

গণ বিশ্ববিদ্যালয়
গণ বিশ্ববিদ্যালয় | ছবি: সংগৃহীত
2

দীর্ঘ ৭ বছর পর চতুর্থবারের মতো অনুষ্ঠিত হয়েছে সাভারের বেসরকারি গণ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (গকসু) নির্বাচন। নির্বাচনে ভিপি পদে ইয়াছিন আল মৃদুল দেওয়ান ও জিএস পদে রায়হান খান নির্বাচিত হয়েছেন।

এর আগে, গতকাল (বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত ১৯টি ভোটকেন্দ্রে একটানা চলে ভোট গ্রহণ, তারপর শুরু হয় ভোট গণনা। 

গণনা শেষে রাত সাড়ে ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করে গকসু নির্বাচন কমিশন। বিশ্ববিদ্যালয়টিতে মোট ভোটার ৪ হাজার ৭৬১ জন। তবে ভোট পড়েছে ৭৫ শতাংশ।

আরও পড়ুন:

এবারের গকসু নির্বাচনের ১১টি সম্পাদকীয় পদসহ মোট ২১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৬৩ জন প্রার্থী। নির্বাচনে ভিপি পদে ৯ জন, জিএস পদে ৪ জন এবং এজিএস পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। 

এদিকে নির্বাচন ঘিরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়সহ আশপাশের এলাকায় ৪ শতাধিক পুলিশ সদস্য মোতায়েন ছিল।

এসএইচ