বন্ধের আদেশ প্রত্যাহার; বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় খুলবে ৫ অক্টোবর

বাংলাদশ কৃষি বিশ্ববিদ্যালয়
বাংলাদশ কৃষি বিশ্ববিদ্যালয় | ছবি: সংগৃহীত
1

ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধের আদেশ প্রত্যাহার করা হয়েছে। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে ক্লাস-পরীক্ষা। হল খুলবে ৩ অক্টোবর। আজ (মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর) অনলাইনে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। পরে বাকৃবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩১ আগস্ট অনুষ্ঠিত অ্যাকাডেমিক কাউন্সিলের সভা শেষে উদ্ভূত পরিস্থিতির কারণে সেদিন রাত সাড়ে ৯টায় অনলাইনে অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এ ছাড়া শিক্ষার্থীদের ১ সেপ্টেম্বর সকাল ৯টার মধ্যে আবাসিক হল ত্যাগের নির্দেশ প্রদান করা হয়।

আরও পড়ুন:

বিজ্ঞ‌প্তিতে আরও বলা হয়, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার স্বাভাবিক পরিবেশ বিরাজ করায় আগামী ৫ অক্টোবর থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ শুরু হবে। পরবর্তীতে সংশ্লিষ্ট অনুষদের ডিন এবং ইনস্টিটিউটের পরিচালকরা পরীক্ষার তারিখ ঘোষণা করবেন। এর আগে শিক্ষার্থীরা ৩ অক্টোবর সকাল ৯টা থেকে নিজ নিজ আবাসিক হলে উঠতে পারবেন।

প্রসঙ্গত, গত ৩১ আগস্ট বাকৃবির কম্বাইন্ড (বিএসসি ইন ভেট অ্যান্ড এএইচ) ডিগ্রির দাবিতে আন্দোলনকারীদের ওপর বহিরাগতদের হামলার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন অনির্দিষ্টকালের জন্য অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে। ফলে বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদ ও একটি ইনস্টিটিউটের ক্লাস ও পরীক্ষা বন্ধ হয়ে যায়। এই নিয়ে টানা ২৩ দিন যাবৎ বিশ্ববিদ্যালয়ের সমস্ত অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।

সেজু