চাকসু নির্বাচনে আজ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন

চাকসু নির্বাচনে বিজয়ী ভিপি, জিএস এবং এজিএস
চাকসু নির্বাচনে বিজয়ী ভিপি, জিএস এবং এজিএস | ছবি: এখন টিভি
0

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনে আজ (মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। বিকেল সাড়ে তিনটা পর্যন্ত প্রত্যাহারের আবেদন করা যাবে। তবে কোনো শিক্ষার্থী প্রয়োজন মনে করলে এর পরেও আবেদন করতে পারবেন।

এর আগে, গতকাল (সোমবার, ২২ সেপ্টেম্বর) প্রাথমিক যাচাই-বাছাই শেষে ১৯ জন প্রার্থীর আবেদন স্থগিত করে নির্বাচন কমিশন। কমিশন জানায়, স্থগিত হওয়া প্রার্থীরা চাইলে আজ ও কাল রিভিউ আবেদন করতে পারবেন। কমিশন অফিস থেকে স্থগিতের কারণ জেনে প্রয়োজনীয় কাগজপত্র বা ডকুমেন্ট সরবরাহ করলে এবং ত্রুটি সংশোধন করলে তাদের আবেদন পুনর্বিবেচনা করা হবে।

আরও পড়ুন:

নির্বাচন কমিশনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আগামীকাল বুধবার কোনো প্রার্থীর বিষয়ে বা কোনো প্রার্থীর বিরুদ্ধে আপত্তি জানানো যাবে। সব প্রক্রিয়া শেষে আগামী বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

এছাড়া আসন্ন ১২ অক্টোবরের নির্বাচনে ছবিসহ ভোটার তালিকা যুক্ত করা হবে বলেও জানায় কমিশন।

এনএইচ