শিক্ষার্থীরা জানান, আজ বিকেলে নাইম হোসেন এবং সন্ধ্যায় পিয়াস নামে শিক্ষার্থীকে স্থানীয় বখাটেরা তুলে নিয়ে নিয়ে ভেদরার বিলে মারধর করে। এ সময় টেক্সটাইলের শিক্ষার্থীরা খবর পেয়ে দুজনকে উদ্ধার করে।
পরে এর প্রতিবাদে সন্ধ্যা ৭টার দিকে টেক্সটাইলের সামনে নাটোর-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের নির্যাতনের বিচার দাবি করেন। পরে রাত ৯টার দিকে নাটোর সদর থানা পুলিশ এসে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে মহাসড়ক থেকে তারা অবরোধ তুলে নেন।





