টেক্সটাইল শিক্ষার্থীদের মারধর: নাটোর-রাজশাহী মহাসড়ক অবরোধ

মারধরের প্রতিবাদ ও বিচার চেয়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
মারধরের প্রতিবাদ ও বিচার চেয়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ | ছবি: এখন টিভি
1

নাটোর টেক্সটাইল ইনস্টিটিউটের দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনায় দুই ঘণ্টা ধরে নাটোর-রাজশাহী মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুই পাশে সৃষ্টি হয় তীব্র যানজটের। আজ (সোমবার, ২২ সেপ্টেম্বর) বিকেলে মারধরের ঘটনায় সন্ধ্যায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে।

শিক্ষার্থীরা জানান, আজ বিকেলে নাইম হোসেন এবং সন্ধ্যায় পিয়াস নামে শিক্ষার্থীকে স্থানীয় বখাটেরা তুলে নিয়ে নিয়ে ভেদরার বিলে মারধর করে। এ সময় টেক্সটাইলের শিক্ষার্থীরা খবর পেয়ে দুজনকে উদ্ধার করে।

পরে এর প্রতিবাদে সন্ধ্যা ৭টার দিকে টেক্সটাইলের সামনে নাটোর-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের নির্যাতনের বিচার দাবি করেন। পরে রাত ৯টার দিকে নাটোর সদর থানা পুলিশ এসে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে মহাসড়ক থেকে তারা অবরোধ তুলে নেন।


এএইচ