রাকসু নির্বাচনে রাবি ছাত্রদলের ৬ দাবি, কমিশনকে স্মারকলিপি

রাকসু নির্বাচনে ছাত্রদলের ৬ দাবি
রাকসু নির্বাচনে ছাত্রদলের ৬ দাবি | ছবি: সংগৃহীত
2

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) নির্বাচনে স্বচ্ছ ব্যালট বক্স, ম্যানুয়ালি ভোট গণনা ও আচরণবিধি ভঙ্গের বিষয়ে কঠোর মনিটরিংসহ ছয় দফা দাবিতে নির্বাচন কমিশনকে স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

আজ (বুধবার, ১৭ সেপ্টেম্বর) এ স্মারকলিপি জমা দেয় ছাত্রদল।

ম্যনুয়ালি ভোট গণনা ব্যতীত ছাত্রদলের দাবির সঙ্গে একমত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। তবে তারাও আলাদা করে ৯ দফা দাবি জানিয়ে রাকসু নির্বাচন কমিশনারকে স্মারকলিপি জমা দিয়েছেন।

আরও পড়ুন:

এসময়, ভাঙচুর না করে ছাত্রদলকে সঠিক প্রক্রিয়ায় দাবি আদায়ের আহ্বানও জানায় ছাত্রশিবির।

এদিকে রাকসুর প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকরা। 

সাক্ষাৎ শেষে তারা সাংবাদিকদের জানান, রাকসু নির্বাচন যেন বিতর্কিত না হয়, ভোট বয়কটের পরিবেশ তৈরি না হয়— তেমন পরিবেশ চান তারা।

এসএইচ