বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, বেপজার মতো একটি জায়গায় কীভাবে একজন ড্রাইভারকে উপসহকারী প্রকৌশলী পদে পদোন্নতি করা হয়? দীর্ঘদিন ধরে তিন দফা দাবিতে আমরা এসব অনিয়মের প্রতিবাদ করে আসছি। আমাদের তিন দফার প্রথম দাবি হলো নবম গ্রেডে কোন ধরনের কোটার মাধ্যমে নিয়োগ দেয়া হবে না।
এখানে বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগ দিতে হবে। ডিপ্লোমাধারীরা যদি নিয়োগ পেতে চায় তাহলে অবশ্যই বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ করে নিয়োগ দিতে হবে।
আরও পড়ুন:
দ্বিতীয় দাবিটি হলো দশম গ্রেডে সবাইকে উন্মুক্ত করতে হবে। দশম গ্রেডে আমাদেরকে কোনো ধরনের আবেদনের সুযোগ দেওয়া হয়নি।
সেখানে আমাদের সুযোগ দিতে হবে। তৃতীয় দাবিটি হলো ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ ইঞ্জিনিয়ার পদবি লিখতে পারবে না। ডিপ্লোমারা টেকনিশিয়ান পদবি ব্যবহার করবে ইঞ্জিনিয়ারিং পদবি না।
প্রকৌশলী খাতকে কলঙ্কমুক্ত রাখার জন্য তাদের এই তিন দফা দাবি যৌক্তিক বলেও জানান তারা। তিন দফা দাবি আদায় না হলে পরে আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।





