তিন দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রুয়েট ও রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

রুয়েট ও রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ
রুয়েট ও রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ | ছবি: এখন টিভি
0

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)-তে এক ড্রাইভারকে উপসহকারী প্রকৌশলী পদে পদোন্নতি দেয়ার প্রতিবাদে এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্য নিরসন ও ৩ দফা দাবির বাস্তবায়নের জন্য রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। আজ (মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রুয়েট সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে কাজলা গেট হয়ে বিনোদপুরে গিয়ে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে তারা।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, বেপজার মতো একটি জায়গায় কীভাবে একজন ড্রাইভারকে উপসহকারী প্রকৌশলী পদে পদোন্নতি করা হয়? দীর্ঘদিন ধরে তিন দফা দাবিতে আমরা এসব অনিয়মের প্রতিবাদ করে আসছি। আমাদের তিন দফার প্রথম দাবি হলো নবম গ্রেডে কোন ধরনের কোটার মাধ্যমে নিয়োগ দেয়া হবে না।

এখানে বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগ দিতে হবে। ডিপ্লোমাধারীরা যদি নিয়োগ পেতে চায় তাহলে অবশ্যই বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ করে নিয়োগ দিতে হবে।

আরও পড়ুন:

দ্বিতীয় দাবিটি হলো দশম গ্রেডে সবাইকে উন্মুক্ত করতে হবে। দশম গ্রেডে আমাদেরকে কোনো ধরনের আবেদনের সুযোগ দেওয়া হয়নি।

সেখানে আমাদের সুযোগ দিতে হবে। তৃতীয় দাবিটি হলো ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ ইঞ্জিনিয়ার পদবি লিখতে পারবে না। ডিপ্লোমারা টেকনিশিয়ান পদবি ব্যবহার করবে ইঞ্জিনিয়ারিং পদবি না।

প্রকৌশলী খাতকে কলঙ্কমুক্ত রাখার জন্য তাদের এই তিন দফা দাবি যৌক্তিক বলেও জানান তারা। তিন দফা দাবি আদায় না হলে পরে আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

সেজু