ডাকসু নির্বাচন: শেষ হয়েছে আনুষ্ঠানিক প্রচারণা, জোরদার ক্যাম্পাসের নিরাপত্তা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবন
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবন | ছবি: এখন টিভি
0

শেষ হয়েছে ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার -প্রচারণা। গতকাল (রোববার, ৭ সেপ্টেম্বর) রাত ১১টায় শেষ হয়েছে এ প্রচারণার কাজ। এরইমধ্যে ক্যাম্পাসে জোরদার করা হয়েছে সার্বিক নিরাপত্তা। ডাকসুর ভোটার ছাড়া সাধারণের জন্য ক্যাম্পাসে ঢোকা বন্ধ রাখা হচ্ছে।

আজ (সোমবার, ৮ সেপ্টেম্বর) প্রথম প্রহরে পুরো ক্যাম্পাসে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি। শাহবাগ, নীলক্ষেত, দোয়েল চত্বরসহ অধিকাংশ প্রবেশপথ নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে। যেখানে পুলিশ, প্রক্টোরিয়াল টিম ও বিএনসিসির সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়।

আরও পড়ুন:

আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শেষ হওয়ার পর ক্যাম্পাসের আইনশৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়ে প্রার্থী ও শিক্ষার্থীরা সন্তোষ জানিয়েছেন। তাদের প্রত্যাশা আগামীকাল একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।


ইএ