জাকসু নির্বাচন ঘিরে শেষ মুহূর্তের প্রচারণা; ভিপি পদে অমর্ত্যর প্রার্থিতা বাতিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ | ছবি: সংগৃহীত
0

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন ঘিরে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। তবে বিশ্ববিদ্যালয়ের ৩৬টি বিভাগের মধ্যে ২৪টিতে পরীক্ষা থাকায় প্রচারণায় কিছুটা ভাটা পড়েছে।

আজ (রোববার, ৭ সেপ্টেম্বর) ক্যাম্পাস ঘুরে দেখা যায়, বিভিন্ন প্যানেলের প্রার্থীরা লিফলেট বিলি করে ভোটারদের কাছে নিজেদের প্রতিশ্রুতি তুলে ধরছেন।

তবে নির্বাচনের মাত্র তিন দিন আগে সম্প্রীতির ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। ছাত্রত্ব না থাকার অভিযোগে এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশপ্তক প্যানেলের জিএস প্রার্থী সোহাগী সামিহা।

এদিকে, দুপুরে ৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট। ভিপি প্রার্থী আরিফ উল্লাহ আদিব একাডেমিক কার্যক্রম সচল রাখা, সেশনজট নিরসনে প্রশাসনিক অটোমেশন, নিরাপদ খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা, জেন্ডার সমতা ও নারী নিরাপত্তা, প্রশাসনিক আধুনিকায়ন ও পরিবহন সেবা, বিশেষ চাহিদাসম্পন্ন ও নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

এএইচ