পঞ্চম দিনের মতো চলছে জাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণা

জাকসু ভবন
জাকসু ভবন | ছবি: সংগৃহীত
0

পঞ্চম দিনের মতো চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা। প্রতিদিনের মতো আজ (মঙ্গলবার, ২ সেপ্টেম্বর) সকাল থেকে ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। শিক্ষার্থীদের দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতি, প্রার্থীরা শুনছেন ভোটারদের প্রত্যাশার কথা।

ক্যাম্পাস ঘুরে দেখা যায় ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির, বাগছাস, স্বতন্ত্র ও বাম সংগঠনের প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও চত্বরগুলোতে প্রচারে নামে। এসময় ভোটারদের যথেষ্ট সাড়া পাচ্ছেন বলে জানান তারা।

আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দশম জাকসু নির্বাচন। এবার মোট ভোটার ১১ হাজার ৯১৯ জন। এর মধ্যে ছাত্র ছয় হাজার ১০২; ছাত্রী পাঁচ হাজার ৮১৭।

এএইচ