ক্যাম্পাস
শিক্ষা
0

রাবিপ্রবির নতুন ভিসি চবির ড. মো. আতিয়ার রহমান

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের প্রফেসর ড. মো. আতিয়ার রহমানকে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) ভিসি নিয়োগ দিয়েছে সরকার।

আজ (বৃহস্পতিবার, ৯ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে এই নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেম স্বাক্ষর করেন।

গতকাল (বুধবার, ৮ জানুয়ারি) রাতে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের দাবিতে ৭২ ঘণ্টার আলটিমেটাম শেষ হওয়ায় আজ সকাল এগারোটায় 'লং মার্চ টু ডিসি অফিস' ও ১২টায় 'ডিসি অফিস শাটডাউন ও অবস্থান কর্মসূচি' ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

শেখ হাসিনা সরকারের পতনের পর গত ১৮ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়টির ভিসি সেলিনা আক্তার ও প্রো ভিসি কাঞ্চন চাকমা। এরপর থেকেই গুরুত্বপূর্ণ পদ দু'টি শূন্য হয়ে আছে। এতে অ্যাকাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি বিশ্ববিদ্যালয়টিতে।

কিন্তু গেল কয়েক মাসেও নতুন করে ভিসি নিয়োগ দেয়নি সরকার। এই পরিস্থিতিতে গত মঙ্গলবার (৭ জানুয়ারি) শহরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র বনরূপায় সড়কে আড়াআড়িভাবে বিশ্ববিদ্যালয়ের বাস দাঁড় করিয়ে সড়কের ওপর অবস্থান নেন শিক্ষার্থীরা। ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলে অবস্থান কর্মসূচি। বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে স্লোগান দেন তারা। এসময় আকস্মিকভাবে প্রধান সড়কে যোগাযোগ বন্ধ হয়ে পড়ায় আড়াই ঘণ্টা ধরে দেখা দেয় জনভোগান্তি।

পরিস্থিতি স্বাভাবিক করতে রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন সহ প্রশাসনের কর্মকর্তারা চেষ্টা করে ব্যর্থ হন।

পর জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু কর্মসূচিতে একাত্মতা জানান। এসময় তিনি বুধবার সন্ধ্যার মধ্যে ভিসি নিয়োগ না হলে শিক্ষার্থীদের নিয়ে বৃহস্পতিবার সর্বাত্মক অবরোধের ঘোষণা দেন। এরপরই আড়াই ঘণ্টা পরে কর্মসূচি শেষ হলে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। পরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসনের কার্যালয়ের মূল ফটক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন।

এসএস