বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগ্রহী প্রার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ে অথবা নির্ধারিত পে-স্লিপ ডাউনলোড করে এমফিল প্রোগ্রামের জন্য ১৫০০ টাকা এবং পিএইচডি প্রোগ্রামের জন্য ২০০০ টাকা আবেদন ফি জমা দিতে পারবেন।
অনলাইনে আবেদন ফরম পূরণ করে ৫ নভেম্বর পর্যন্ত তার প্রিন্ট কপি সংগ্রহ করা যাবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নির্বাচিত গবেষকদের জন্য গবেষণা কার্যক্রম ও কোর্সওয়ার্ক শুরু হবে আগামী বছরের ১ জানুয়ারি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন ফরম ও অন্যান্য নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।—বাসস





