একনজরে জবি ‘এ’ ইউনিট ভর্তি তথ্য (Quick Summary)
বিষয় তথ্য (Information) ইউনিটের নাম ‘এ’ ইউনিট (বিজ্ঞান শাখা) ফলাফল প্রকাশের তারিখ ৫ জানুয়ারি, ২০২৬ রেজাল্ট দেখার ওয়েবসাইট jnuadmission.com পরবর্তী ধাপ সাবজেক্ট চয়েস ও ভাইভা নোটিশ
আরও পড়ুন:
ফলাফল দেখার পদ্ধতি (How to Check JnU Result)
শিক্ষার্থীরা এখন থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ভর্তি ওয়েবসাইট থেকে তাদের ফলাফল সংগ্রহ করতে পারবেন। রেজাল্ট দেখতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:
- প্রথমে jnuadmission.com ওয়েবসাইটে প্রবেশ করুন।
- এরপর আপনার নিজস্ব প্যানেলে লগইন (Login to Student Panel) করুন।
- ড্যাশবোর্ড থেকে ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষার ফলাফল (HSC Admission Result) অপশনে ক্লিক করে নিজের স্কোর ও পজিশন দেখে নিন।
পরবর্তী কার্যক্রম ও নোটিশ (Upcoming Admission Notices)
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, প্রাথমিক মেধা তালিকায় স্থানপ্রাপ্তদের ভাইভা বা ভর্তির অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো পরবর্তী সময়ে ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়া বিষয় পছন্দক্রম বা সাবজেক্ট চয়েস (Subject Choice Process) সংক্রান্ত যাবতীয় তথ্য দ্রুতই প্রকাশ করা হবে। বিজ্ঞান অনুষদের আসন সংখ্যার বিপরীতে মেধা তালিকা এবং অপেক্ষমাণ তালিকা (Waiting List) উভয়ই পোর্টালে দেখা যাচ্ছে।
আরও পড়ুন:



