কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার ফল ৭ জানুয়ারির মধ্যে, যেভাবে তৈরি হবে মেধা তালিকা

কৃষি গুচ্ছ
কৃষি গুচ্ছ | ছবি: এখন টিভি
4

২০২৫-২৬ শিক্ষাবর্ষে কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল (Agriculture Admission Result 2026) প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৭ জানুয়ারির মধ্যে এই ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। ভর্তি কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ফলাফল প্রস্তুত করার কাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে।

একনজরে কৃষি গুচ্ছ তথ্য (Quick Info)

বিবরণ (Information)তথ্য
ফলাফল প্রকাশের তারিখ৭ জানুয়ারি, ২০২৬ (সম্ভাব্য)
অফিসিয়াল ওয়েবসাইটacas.edu.bd
মোট নম্বর (ফলাফল)১৫০ (পরীক্ষা ১০০ + জিপিএ ৫০)
মোট অংশগ্রহণকারী৮৮,২২০ জন

আরও পড়ুন:

আসন সংখ্যা ও প্রতিযোগিতার চিত্র (Seat and Competition Details)

গত ৩ জানুয়ারি (শনিবার) সারাদেশের ২০টি কেন্দ্রে একযোগে এই ভর্তি পরীক্ষা (Agri Cluster Admission Test) অনুষ্ঠিত হয়েছে। এবারের পরিসংখ্যানে দেখা গেছে:

  • মোট আসন: ৩,৭০১টি।
  • মোট আবেদনকারী: ৮৮,২২৮ জন।
  • প্রতি আসনের বিপরীতে প্রার্থী: প্রায় ২৪ জন। ভর্তি পরীক্ষার যাবতীয় প্রযুক্তিগত ও প্রশাসনিক সমন্বয়ের দায়িত্বে রয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (GAU)।

আরও পড়ুন:

ফলাফল ও মেধা তালিকা তৈরির পদ্ধতি (Result and Merit List Process)

কৃষি গুচ্ছের ফলাফল মোট ১৫০ নম্বরের ভিত্তিতে প্রস্তুত করা হবে। এর বণ্টন নিম্নরূপ:

  • ভর্তি পরীক্ষা: ১০০ নম্বর (MCQ পদ্ধতি)।
  • এসএসসি/সমমান নম্বর: ২৫ নম্বর (চতুর্থ বিষয় ব্যতীত)।
  • এইচএসসি/সমমান নম্বর: ২৫ নম্বর (চতুর্থ বিষয় ব্যতীত)। এই মোট ১৫০ নম্বরের মধ্যে প্রাপ্ত স্কোরের ভিত্তিতেই চূড়ান্ত মেধা তালিকা (Merit List) এবং অপেক্ষমাণ তালিকা (Waiting List) তৈরি করা হবে।

কৃষি গুচ্ছ পরীক্ষার সময়সূচি ২০২৬ |ছবি: এখন টিভি

বিশ্ববিদ্যালয় ভিত্তিক আসন বিন্যাস (University-wise Seat Matrix)

ভর্তিচ্ছুদের সুবিধার্থে ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা নিচে দেওয়া হলো:

  • বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (BAU): ১,০০৬টি।
  • শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (SAU): ৭০৫টি।
  • গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (GAU): ৫১০টি।
  • পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ৪৫২টি।
  • সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: ৪৩১টি।
  • চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়: ২৭৫টি।
  • খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: ১৫০টি।
  • হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়: ৯০টি।
  • কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়: ৮২টি।

আরও পড়ুন:

এসআর