নোয়াখালীতে জাকির খান শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন

মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারীরা ও হল পরিদর্শন
মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারীরা ও হল পরিদর্শন | ছবি: এখন টিভি
0

নোয়াখালীতে জাকির খান শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫ সম্পন্ন হয়েছে। আজ (রোববার, ২ নভেম্বর) সকালে জেলার সেনবাগ উপজেলার খাজুরিয়া উচ্চবিদ্যালয়ে ৪ উপজেলার ৪৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫২৭ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে।

এসময় বৃত্তি চলাকালীন সময় হল পরিদর্শন করেন সেনবাগ কিন্টার গার্ডেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকির হোসেন, খাজুরিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও (ইমা)’র প্রধান উপদেষ্টা আনিসুর রহমান তারেকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা।

পরীক্ষায় অংশ নেয়া ৫২৭ জন শিক্ষার্থীর মধ্যে ১০০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে বলে জানানো হয়।

আনিসুর রহমান তারেক বলেন, ‘এত সুন্দর একটা আয়োজন করার জন্য জাকির খান শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনকে ধন্যবাদ। গত তিন বছর ধরে টানা এটি চলে আসছে। গত বছর আমরা ৬৩ জনকে বৃত্তি দিয়েছে। এবার ৫২৭ জনের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।’

এএইচ