আজ (বুধবার, ২৯ অক্টোবর) দুপুরে জেলার শান্তিগঞ্জ উপজেলার টেক্সটাইল ইনস্টিটিউট কম্পাস প্রাঙ্গণে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে। পাশাপাশি ক্যাম্পাসের একাডেমিক প্রশাসনিক ভবনেও তালাবদ্ধ করে রাখেন।
বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থী আমিন উদ্দিন, লিটন মিয়া, আপন মিয়া প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, টেক্সটাইল ইনস্টিটিউটটে যে অধ্যক্ষকে পদায়ন করা হয়েছে তার বিরুদ্ধে বিভিন্ন নানা অনিয়ম দুর্নীতির অভিযোগসহ নারী কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। আমরা এমন অধ্যক্ষ আমাদের ক্যাম্পাসে চাই না। আমাদের দাবি না মানলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।





