শিক্ষাখাতে প্রয়োজনীয় বাজেট দেয়া হয় না: ডাকসু ভিপি

কথা বলছেন সাদিক কয়েম
কথা বলছেন সাদিক কয়েম | ছবি: এখন টিভি
0

দেশের শিক্ষাখাতে যে পরিমাণ বাজেট প্রয়োজন তা বরাদ্দ দেয়া হয় না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) ভাইস প্রেসিডেন্ট সাদিক কায়েম। তিনি বলেন, ‘যুগের সঙ্গে তাল মিলিয়ে চাহিদার আলোকে স্কুল, ইংলিশ মিডিয়ামসহ শিক্ষা ব্যবস্থাকে নৈতিকতার সমন্বয়ে ঢেলে সাজাতে হবে।’

আজ (বুধবার, ১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে আলিয়া মাদ্রাসা শিক্ষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, ‘দীর্ঘদিন মাদ্রাসা শিক্ষার্থীদের নানাভাবে বঞ্চিত করা হয়েছে। জুলাই আন্দোলন পরবর্তীতে আমরা আজাদী পেলেও মাদ্রাসা শিক্ষার্থীরা, শিক্ষকরা বঞ্চিত। অন্যদিকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় একজন শিক্ষার্থী সর্বোচ্চ ডিগ্রি নিয়েও ভাষাগত জ্ঞানে সমৃদ্ধ হয় না, ইসলামী ও আধুনিক জ্ঞানে সমৃদ্ধ হয় না।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘মাদ্রাসা শিক্ষার যে লক্ষ- আলেম তৈরি হয়, তাও হয় না। সেজন্য আধুনিক শিক্ষার সমন্বয়ে মাদ্রাসা শিক্ষাকে নতুন করে ঢেলে সাজাতে হবে।’

এসময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘দেশের মাদ্রাসাগুলোতে ক্রমাগত শিক্ষার্থী বাড়লেও স্কুলে কমছে। অন্যদিকে স্কুল-কলেজের তুলনায় মাদ্রাসার জন্য বাজেট এক-তৃতীয়াংশ।’

এসএস