বিভিন্ন ক্যাটাগরিতে ১৬ জন শিক্ষার্থীকে ল্যাপটপ এবং ১৬ জনকে ট্যাবলেট পুরস্কার দেয়া হয়েছে। এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ইমপিরিয়ালিয়ানদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। এছাড়া সেরা শিক্ষার্থী পুরস্কার, বছরের সেরা পারফর্মার পুরস্কার, স্বেচ্ছাসেবকদের জন্য বিশেষ স্বীকৃতি, উদ্ভাবনী প্রকল্পের জন্য পুরস্কারসহ ৪০০ এর বেশি ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়।
শিক্ষার্থীদের পুরস্কারের পাশাপাশি, ইভেন্টে সাংস্কৃতিক পরিবেশনার এক অনন্য মঞ্চ ছিল। ছিল শুভ্র ও কার্নিভ্যাল ব্যান্ডের পারফরম্যান্স। এছাড়া শিক্ষার্থীরা নাচ, গান, নাটক ও কবিতা আবৃত্তি করে।
উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দিলীপ কুমার বড়ুয়া, দোপাড়া আব্দুল হান্নান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পাবন কুমার সরকার, ব্রাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডেভিড ডাওল্যান্ড, বন্দী পাঠশালার ফাউন্ডার ও এমডি মো. আব্দুর রহমান, হেডম্যান অ্যাকাডেমির ফাউন্ডার ও সিইও ইমাম হোসেন, এখন টেলিভিশনের প্রতিবেদক ফরহাদ বিন নূর এবং যশোরের পুলিশ সুপার (সিআইডি) মোহাম্মদ মহিউদ্দীনসহ আরও অনেকে।
অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, 'এই পুরস্কার শুধু একটি ট্রফি বা সনদ নয়, এটি ভবিষ্যতের সাফল্যের জন্য একটি নতুন অনুপ্রেরণা। তোমাদের স্বপ্নকে সত্যি করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে, এবং ইমপিরিয়াল তোমাদের সেই যাত্রায় পাশে থাকবে।'
সমাপ্তি বক্তব্যে ইমপিরিয়াল প্রতিষ্ঠাতা সাদ্দাম হোসাইন বলেন, 'আমাদের লক্ষ্য ইমপিরিয়ালকে আগামী পাঁচ বছরে দেশের এক নম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করা। আমরা শুধু অ্যাকাডেমিক সাফল্যের জন্য কাজ করছি না, বরং শিক্ষার্থীদের জীবনের সব ক্ষেত্রে সফল করতে চাই।'