গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৮৩তম আসর, ৪ ক্যাটাগরিতে ওয়ান ব্যাটলের পুরস্কার

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস
গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস | ছবি: সংগৃহীত
0

জমকালো আয়োজনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৮৩তম আসর। এবারের আয়োজনে শ্রেষ্ঠ পরিচালক ও প্রযোজকসহ সর্বোচ্চ ৪ ক্যাটাগরিতে পুরস্কার জিতল ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার চলচ্চিত্রটি। এছাড়া, সেরা অভিনেতার খেতাব পেয়েছেন টিমোতি শালামে ও সেরা অভিনেত্রীর পুরস্কার পান রোজ বার্ন। ২৮ টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের বেছে নিতে এবারের আয়োজনে ভোট দেন বাংলাদেশসহ বিশ্বের ৩ শতাধিক বিনোদন সাংবাদিক।

এক মঞ্চে উপস্থিত হলিউডের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীরা। বর্ণিল পোশাকে লাল কার্পেটে মোড়ানো অনুষ্ঠান মঞ্চে আসছেন একের পর এক তারকা। ফটোশুটে ব্যস্ত তারা। রোববার এক ঝাঁক তারকা, গণমাধ্যম ও দর্শকদের উপস্থিতিতে চাঁদের হাট জমে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের একটি স্থানীয় হোটেলে। উপলক্ষ ৮৩ তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড।

হলিউড চলচ্চিত্র ও বিশ্ব টেলিভিশন তারকাদের সারা বছরের কাজের স্বীকৃতিস্বরূপ দেয়া হয় এই সম্মানজনক পুরস্কার। এবারের আয়োজনে নতুন করে যুক্ত হওয়া পডকাস্ট বিভাগসহ মোট ২৮ টি বিভাগে পুরস্কার দেয়া হয়। অনুষ্ঠানে জয়জয়কার হলিউডের তারকা অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত পলিটিক্যাল থ্রিলার 'ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার' এর। মিউজিক্যাল ও কমেডি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে এটি। এছাড়া, ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার মুভির সুবাদে সেরা পরিচালক ও সেরা প্রযোজক দুটিরই খেতাব জিতলেন পল থমাস অ্যান্ডারসন। পাশাপাশি এতে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী হয়েছেন টিয়ানা টেলর।

আরও পড়ুন:

এছাড়া, ড্রামা ক্যাটাগরিতে বেশ কয়েকটি পুরস্কার পায় উইলিয়াম শেক্সপিয়ারের পরিবারের ঘটনা অবলম্বনে নির্মিত হ্যামনেট। সেরা চলচ্চিত্রের খেতাব পেয়েছে এটি। এতে, অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার ঝুলিতে পুড়েছেন জেসি বাকলি।

এবারের আয়োজনের মূল আকর্ষণ ছিল মিউজিক বা কমেডি ক্যাটাগরিতে সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার। জুরি বোর্ডের সর্বোচ্চ ভোট পেয়ে ডিক্যাপ্রিওকে হারিয়ে সেরা অভিনেতার শ্রেষ্ঠত্ব জিতেন টিমোতি শালামে। অন্যদিকে, একই ক্যাটাগরিতে সেরা অভিনেত্রীর খেতাব পান রোজ বার্ন। টেলিভিশন শাখার দুই ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করে যথাক্রমে দ্য পিট ও দ্য স্টুডিও। এছাড়া, সেরা অ্যানিমেটেড চলচ্চিত্রের খেতাব পায় নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ কে পপ ডিমন হান্টার্স। পডকাস্ট ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করে গুড হ্যাং উইথ অ্যমি পোয়েলার।

১৯৪৪ সাল থেকে দেয়া হয় গুরুত্ব বিচারে অস্কারের পর দ্বিতীয় শ্রেষ্ঠ হিসেবে পরিচিত গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড। এবারের আয়োজনে বাংলাদেশসহ বিশ্বের তিন শতাধিক বিনোদন সাংবাদিক বিভিন্ন ক্যাটাগরিতে সেরাদের বেছে নিতে ভোট দেন।

ইএ