দেশে এখন
শিক্ষা
0

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভার্চুয়াল রিয়ালিটি প্রযুক্তির ব্যবহার শুরু

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য যুগান্তকারী প্রযুক্তি হিসেবে ভার্চুয়াল রিয়ালিটির (ভিআর) ব্যবহার শুরু হয়েছে। এই প্রযুক্তি বাংলাদেশে প্রথমবারের মতো কোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য আনা হয়েছে। আজ (মঙ্গলবার, ২৬ নভেম্বর) এক আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের ভার্চুয়াল রিয়ালিটির সঙ্গে পরিচিত করানো হয়।

এই প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা ছাড়াই জীবজন্তু এবং প্রকৃতির গভীরতর জগৎ সম্পর্কে সম্যক ধারণা পাবেন। প্রাণিসম্পদ বিজ্ঞান ও প্রাণী চিকিৎসা অনুষদের শিক্ষার্থীরা এখন ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে চিড়িয়াখানার বিভিন্ন প্রাণীর জীবনব্যবস্থা, খাদ্যাভ্যাস এবং চিকিৎসা পদ্ধতি সম্পর্কে শিখতে পারবেন।

এছাড়া মৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা সমুদ্রের গভীর তলদেশে বিরাজমান ইকোসিস্টেম এবং মাছসহ অন্যান্য সামুদ্রিক জীবের জীবনধারা সম্পর্কে ভার্চুয়াল অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। এই প্রযুক্তি শিক্ষার্থীদের গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রমকে আরও বাস্তবমুখী করবে।

শিক্ষার্থীরা জানান, ইউরোপের বিভিন্ন দেশে শিক্ষার্থীদেরকে ভার্চুয়াল রিয়ালিটি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জ্ঞান দেয়া হয়। সেই সুবিধা পাওয়ায় খুশি শিক্ষার্থীরা।

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ বলেন, 'প্রতিনিয়ত প্রযুক্তির পরিবর্তন হচ্ছে। নতুন নতুন প্রযুক্তি যুক্ত হচ্ছে। আমরা আমাদের শিক্ষার্থীদের নতুন প্রযুক্তির সাথে পরিচিত করতেই এই উদ্যোগ নিয়েছি।'

তিনি বলেন, 'আগামীতে ভার্চুয়াল রিয়ালিটি ল্যাব স্থাপনের পরিকল্পনা রয়েছে আমাদের। এ ল্যাব শিক্ষার্থীদের জন্য গবেষণার আরও বিস্তৃত সুযোগ সৃষ্টি করবে।'

এসএস