দেশে এখন
0

সাত মাসেও শুরু হয়নি হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধের মেরামত কাজ

চলতি বছর বন্যায় হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধে বড় ধরনের ভাঙন দেখা দেয়। কিন্তু দীর্ঘ ৭ মাসেও বাঁধটি মেরামত করা হয়নি। এতে স্থানীয়দের চলাচলে যেমন দুর্ভোগ পোহাতে হচ্ছে, তেমনি চলতি বোরো মৌসুমে আগাম বন্যায় ফসলহানির শঙ্কায় রয়েছেন হাজারো কৃষক। পানি উন্নয়ন বোর্ড বলছে, মন্ত্রণালয়ের অনুমতি পেলেই শুরু হবে মেরামত কাজ।

চলতি বছর জুনে হবিগঞ্জ সদর উপজেলার জালালাবাদ এলাকায় খোয়াই নদীর বাঁধে ভাঙন দেখা দেয়। তলিয়ে যায় বিস্তীর্ণ এলাকার শস্য, মাছের ঘের ও ঘরবাড়ি। পরবর্তীতে আগস্টের বন্যায় সেই ভাঙন আরো তীব্র আকার ধারণ করে।

ভাঙন কবলিত প্রায় ২০০ ফুট প্রশস্ত জায়গাটি বর্তমানে বিশাল খাদে পরিণত হয়েছে। দীর্ঘ ৭ মাসেও মেরামত না করায় স্থানীয়দের চলাচলে পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ। সেই সাথে চলতি বোরো মৌসুমে ঝুঁকিতে পড়বে বিস্তীর্ণ হাওরের কয়েকশ' একর ফসলি জমি। এতে দুশ্চিন্তায় স্থানীয় কৃষকরা। দ্রুত বাঁধটি মেরামতের দাবি তাদের।

হবিগঞ্জ সদরের লুকড়া ইউপি চেয়ারম্যান কায়সার রহমান বলেন, ‘ সবচেয়ে বেশি ক্ষতি কিন্তু আমাদের হয়, মারাত্মক ক্ষতির আশঙ্কায় আমরা আছি। যেভাবে হোক পানি উন্নয়ন বোর্ডকে এই বাঁধ মেরামত করতে হবে। নাহলে কৃষকসহ এলাকাবাসী সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে।’

এদিকে, পানি উন্নয়ন বোর্ড জানায়, বাঁধ মেরামতে গেল সেপ্টেম্বরে সার্কেল অফিসে 'ডিজাইন ডাটা' পাঠানো হয়েছে। তবে এখনও বরাদ্দ আসেনি।

হবিগঞ্জ সদর বাপাউবোর উপ-সহকারী প্রকৌশলী সামিউল আজম বলেন, ‘ডিজাইন দপ্তরের শুরুতে আমরা ডিজাইন ডাটা প্রেরণ করেছিলাম তবে আমরা এখনো ডিজাইন হাতে পাই নাই। আগামী সপ্তাহের মধ্যে কোনো পদ্ধতির মাধ্যমে কাজটা করা হবে।’

বাঁধের ওই অংশটি মেরামতে ব্যয় হবে প্রায় অর্ধ কোটি টাকা।

এএম