নিহতদের মধ্যে ৩ জন শ্রমিক ও একজন প্রকৌশলী। তারা হলেন শ্রমিক মিজান গাজী, মাহফুজ মিয়া, ফয়স মিয়া ও প্রকৌশলী রিয়াজ মিয়া। তারা সবাই চাঁদপুর জেলার বাসিন্দা এবং গাজীপুরের একটি গ্যাস কোম্পানিতে চাকরি করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে হঠাৎ করেই বিকট শব্দে গ্যাস লাইনে বিস্ফোরণ ঘটে। এসময় সময় দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মিজান গাজী ও মাহফুজ মিয়ার মৃত্যু হয়।
আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ফয়সল ও রিয়াজ মারা যান। আহত অবস্থায় আরো ১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাহুবল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘চারজন মারা গেছেন। গ্যাস লাইন বিস্ফোরণে ঘটনাটি ঘটেছে।’