শিক্ষা
0

ভিসির পদত্যাগের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অনশন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য (ভিসি) প্রফেসর ড.মো.শাহ্ আজমের পদত্যাগের দাবিতে আমরণ অনশন করছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। একই সঙ্গে পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে শিক্ষার্থীরা।

আজ (বৃহস্পতিবার, ২২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কান্দাপাড়া একাডেমিক ভবনের সামনে বসে শিক্ষার্থীরা এ অনশন শুরু করে ।

আমরণ অনশনে অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে থেকে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ বলেন ‘আমরা গত ১৭ আগস্ট থেকে আওয়ামী ফ্যাসিস্ট প্রফেসর ড. মো. শাহ্ আজমের পদত্যাগের জন্য আন্দোলন করে আসছি। এখন পর্যন্ত পদত্যাগের বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি।’

তিনি বলেন, ‘এ পরিস্থিতিতে আমরা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আমরন অনশনে যাব। একই সঙ্গে পদত্যাগ না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর