আগামীতে এসএসসি পরীক্ষা বর্তমান নিয়মে হবে না উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, '২০২৬ সালে এসএসসি পরীক্ষা এখনকার নিয়মে হবে না। নতুন মূল্যায়ন পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞ কমিটির চূড়ান্ত মতামত আসেনি, মতামত আসলে নতুন মূল্যায়ন নিয়ে কারিকুলাম চূড়ান্ত করা হবে।'
তিনি বলেন, 'শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধির সঙ্গে কর্মসংস্থান সৃষ্টি করতে না পারলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন হবে না। কর্মসংস্থান উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে। সরকারি চাকরির প্রতি ঝোঁক থেকে বের হয়ে ব্যতিক্রম কিছু করতে হবে। অর্থনীতির সঙ্গে শিক্ষার সম্পর্ক জোরদার করতে কাজ করছে সরকার।'
শিক্ষার্থীদের কর্মজীবনের জন্য প্রস্তুত করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন মহিবুল হাসান চৌধুরী নওফেল।
তিনি বলেন, 'লাইব্রেরিতে বসে শিক্ষার্থীরা শুধু চাকরির পড়া পড়ছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল হচ্ছে। চাকরির পড়ার পাশাপাশি অন্য বই পড়ায় উদ্বুদ্ধ করতে অ্যালামনাইদের দায়িত্ব নিতে হবে। পড়ালেখাটা যেন চাকরির বাজারের সাথে সংযোগ থাকে সে বিষয়টি খেয়াল রাখতে হবে।'