শিক্ষা
0

মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে ভর্তি হওয়া যাবে আমেরিকায়

মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে ভর্তি হওয়া যাবে আমেরিকায়। লাগবে না আইএলটিএস। আর এতে সহযোগিতা করবে এডুকেশনইউএসএ। উচ্চ শিক্ষার উদ্দেশে যেসব শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে যেতে চায়, তাদের সঠিক পরামর্শ ও লক্ষ্য পূরণে সহযোগিতা করে থাকে প্রতিষ্ঠানটি।

এছাড়া ভিসা সংক্রান্ত সব ধরনের নির্দেশনার পাশাপাশি আবেদনের ক্ষেত্রেও এডুকেশনইউএসএ শিক্ষার্থীদের জন্য কাজ করছে।

মাধ্যমিক পেরিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া একঝাঁক শিক্ষার্থীরা মিলনমেলায় সমবেত হলো। এডুকেশনইউএসএর আয়োজনে এসব শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অংশ নেন এক ইফতার পার্টিতে। যেখানে চান্স পাওয়া শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

মূলত উদযাপনের উপলক্ষেই রোববার (২৪ মার্চ) রাজধানীর ইএমকে সেন্টারে আয়োজন করা হয় ইফতার পার্টির। ইফতার আয়োজনে অংশ নেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চান্স পাওয়া ৪৭ জন শিক্ষার্থীর সঙ্গে তাদের ২২ জন অভিভাবক। উপস্থিত ছিলেন ১১ জন প্রতিষ্ঠান প্রতিনিধিও।

চান্স পাওয়া শিক্ষার্থীরা ঢাকার ১৬টি স্বনামধন্য ও চট্টগ্রামের একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছে। তারা যৌথভাবে বাংলা ও ইংরেজি মিডিয়ামে পড়াশোনা করতো বলে জানিয়েছেন এডুকেশনইউএসএ।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর