শিক্ষা
0

ইউডা’র মিডিয়া স্টাডিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ইউ‌নিভা‌র্সিটি অব ডে‌ভেলপ‌মেন্ট অল্টার‌নে‌টি‌ভ- ইউডা’র যোগা‌যোগ ও গণমাধ্যম বিভাগের (সিএমএস) সা‌বেক শিক্ষার্থীদের সংগঠন ইউডা সিএমএস অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ইউকা)।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডির এক রেস্তোরাঁয় আ‌য়ো‌জিত অনুষ্ঠা‌নে অ্যালামনাইয়ের প্রথম ক‌মি‌টি ঘোষণা করা হয়। এসময় বিভা‌গের শতাধিক সা‌বেক শিক্ষার্থী উপ‌স্থিত ছি‌লেন।

২৭ সদস্যের কার্যনির্বাহী কমিটিতে বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী আশিকুর রহমানকে সভাপতি নির্বাচন করা হয়েছে। ২৭তম ব্যাচের শিক্ষার্থী কুশল ইয়াসিরকে সাধারণ সম্পাদক এবং ৩২তম ব্যাচের মাহাদী হাসানকে কোষাধ্যক্ষ হিসেবে নির্বা‌চন করা হয়েছে।

সদস্যদের সম্মতিক্রমে সংগঠনের উদ্যোগে প্রতিবছর যোগাযোগ ও গণমাধ্যম বিষয়ক একটি সাময়িকী প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয় এই অনুষ্ঠানে।

২০০২ সা‌লে যাত্রা শুরু করে ইউডা’র সিএমএস বিভাগ। দীর্ঘ ২২ বছ‌রে পাঁচ শতা‌ধিক শিক্ষার্থী এই বিভা‌গে পড়া‌শোনা ক‌রে‌ছেন। যারা দেশ-বি‌দে‌শের বি‌ভিন্ন প্রতিষ্ঠা‌নে কর্মরত আছেন।