শিক্ষা
0

'লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড’ প্রতিযোগিতা শুরু ২৬ জানুয়ারি

নিবন্ধন চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত

মাতৃভাষা চর্চা ও প্রসারের লক্ষ্য নিয়ে দেশে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ‘লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড’। আগামী ২৬ জানুয়ারি এই প্রতিযোগিতা শুরু হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) থেকে। প্রতিযোগিতাটির আয়োজন করছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। মিডিয়া পার্টনার হিসেবে থাকছে 'এখন টেলিভিশন'।

আয়োজকরা জানান, প্রতিযোগিতার অঞ্চল হবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেট। রাজশাহী ও খুলনা বিভাগের জন্য নিবন্ধনের সময় নির্ধারণ করা হয়েছে ১৮ থেকে ২৩ জানুয়ারি। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের জন্য নিবন্ধনের সময় ১৮ থেকে ২৭ জানুয়ারি।

দুটি ক্যাটাগরিতে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। ‘ক’ ক্যাটাগরিতে অংশ নেবে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা। ‘খ’ ক্যাটাগরিতে অংশ নেবে দশম থেকে দ্বাদশ শ্রেণির (এইচএসসি পরীক্ষার্থীসহ) শিক্ষার্থীরা।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কর্তৃপক্ষ জানায়, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রথমবারের মতো দেশব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করছে। এই আয়োজনের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে মাতৃভাষা চর্চা, প্রচার ও প্রসার ঘটানোই মূল লক্ষ্য।

নিবন্ধন প্রক্রিয়া: প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের অনলাইনে নিবন্ধন করতে হবে। অ্যানড্রয়েড মোবাইল ফোন থেকে গুগল প্লে স্টোরে গিয়ে 'লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড আমাই' ইনস্টল করে নির্ধারিত ফরমটি পূরণ করতে হবে।

এসএসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর