কিন্তু শুরুতেই তারেক ও লগ্নর নিয়ন্ত্রিত বোলিংয়ে খেই হারায় তারা। প্রথম দুই ওভারে করে মাত্র ১৫ রান। ৬ ওভার শেষে এনটিভির স্কোর দাঁড়ায় ৮২ রান।
আসাদুজ্জামান লিটন, রেজাউল করিম ও মুজাহিদ শুভ নেন ১টি করে উইকেট। জবাবে ব্যাটিংয়ে নেমে আক্রমণাত্মক শুরু করে টিম এখন।
আরও পড়ুন:
লিটন ২০ রান করে আউট হলেও আরেক প্রান্তে অবিচল থাকেন আরিফুল ইসলাম শাহাব। শেষ পর্যন্ত শাহাবের অপরাজিত ৩৫ রানের কল্যাণে ১ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে এখন টিভি। ম্যাচ সেরা হন শাহাব।





