এইচএসসি ও সমমানে পাসের হার ৭৮.৬৪, অর্ধেকে নেমেছে জিপিএ-৫

0

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। চলতি দেশের ১১টি শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ।

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ। ১১ শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৭৮.৬৪। গত বছর ২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৮৫.৯৫। সে হিসেব এবার গড় পাস কমেছে ৭.৩১ শতাংশ।

আজ রোববার বেলা ১০টার দিকে গণভবনে শেখ হাসিনার কাছে এই ফলাফল তুলে দেন ১১টি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান। এসময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন।

এদিকে এবার পরীক্ষায় অংশ নেয়া সাড়ে ১৩ লাখের বেশি শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৯২ হাজার ৩৬৫ জন। ২০২২ সালে জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন।

|undefined

ফলাফল প্রকাশের পর উচ্ছ্বাস প্রকাশ করেন পরীক্ষার্থীরা। ছবি: এখন টিভি

ঢাকা বোর্ডে পাসের হার ৭৯.৪৪, আর জিপিএ-৫ পেয়েছেন ৩১ হাজার ৭৫২ জন। বরিশাল বোর্ডে পাসের হার ৮০.৬৫, আর জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৯৯৩ জন। কুমিল্লা বোর্ডে পাসের হার ৭৫.৩০, আর জিপিএ-৫ পেয়েছেন ৫ হাজার ৬৫৫ জন। ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৭০.৪৪, আর জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৪৯ জন। যশোর বোর্ডে পাসের হার ৬৯.৮৮, জিপিএ-৫ পেয়েছেন ৮ হাজার ১২২ জন।

সিলেট বোর্ডে পাসের হার ৭১.৬২, আর জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬৯৯ জন। চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৭৪.৪৫, জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৩৩৯ জন। রাজশাহী বোর্ডে পাসের হার ৭৮.৪৫, আর জিপিএ-৫ পেয়েছেন ১১ হাজার ২৫৮ জন। দিনাজপুর বোর্ডে পাসের হার ৭০.৪৪, জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৪৫৯ জন। কারিগরি বোর্ডে পাসের হার ৯১.২৫, জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৯৭৭ জন। মাদ্রাসা বোর্ডে পাসের হার ৯০.৭৫, জিপিএ-৫ পেয়েছেন ৭ হাজার ৯৭ জন। আর সব শিক্ষাবোর্ড মিলিয়ে মোট ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন পরীক্ষার্থী পাস করেছেন।

শিক্ষাবোর্ডের ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd) ও এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফলাফল জানা যাবে। এছাড়া পরীক্ষা কেন্দ্র ও নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা ফল সংগ্রহ করতে পারছেন।

গত ১৭ আগস্ট দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু হয়। প্রাকৃতিক দুর্যোগের কারণে পিছিয়ে যাওয়া চট্টগ্রাম, মাদরাসা ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা ২৭ আগস্ট শুরু হয়। এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।



আরও পড়ুন: