শিক্ষা
0

এইচএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ

Shahinur Sarkar
ঢাকা

সকাল দশটার দিকে গণভবনে শেখ হাসিনার কাছে এই ফলাফল তুলে দেন ১১টি শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা। এসময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন।

বেলা ১১টার দিকে ওয়েবসাইটের মাধ্যমে এই ফলাফল জানতে পারছেন শিক্ষার্থীরা।

উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যারা ভালো রেজাল্ট করতে পারেনি, তাদের হতাশ হওয়ার কিছু নেই। অভিভাবকদের বলবো, যারা উত্তীর্ণ হতে পারেনি, তাদের সহানুভূতি দেখাতে হবে। একইসঙ্গে ব্যর্থতার কারণ বের করে তাকে আরও মনোযোগী হতে উৎসাহী করতে হবে।

শেখ হাসিনা বলেন, আমরা গবেষণায় বেশি গুরুত্ব দিতে চাই। বিজ্ঞান শিক্ষায়ও আমরা গুরুত্ব দিচ্ছি। আর কারিগরি শিক্ষায় যাতে ছেলেমেয়েরা এগিয়ে আসে সেদিকেও আমাদের নজর আছে।

এসময় প্রধানমন্ত্রী রাজনৈতিক অস্থিরতার মধ্যে যথাসময়ে ফলাফল প্রকাশের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি আরও বলেন, অগ্নি সন্ত্রাসীদের ছাড় দেয়ার সুযোগ নেই। জনগণের নিরাপত্তার স্বার্থেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এদিকে সারাদেশে দশ লাখেরও বেশি পরীক্ষার্থীর ফলাফল প্রকাশ নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বইছে উৎসবের আমেজ।

শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd) ও এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফলাফল জানা যাবে। এছাড়া পরীক্ষা কেন্দ্র ও নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা ফল সংগ্রহ করতে পারবেন।

গত ১৭ আগস্ট দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু হয়। প্রাকৃতিক দুর্যোগের কারণে পিছিয়ে যাওয়া চট্টগ্রাম, মাদরাসা ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা ২৭ আগস্ট শুরু হয়। এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

এসএসএস

আরও পড়ুন:

এই সম্পর্কিত অন্যান্য খবর