কপার, অ্যালুমিনিয়াম ও ইস্পাত আমদানির ওপর প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক আরোপের পরিকল্পনা ভোক্তা ব্যয় বাড়াতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। সম্প্রতি রিপাবলিকান আইনপ্রণেতাদের উদ্দেশে দেয়া এক ভাষণে ট্রাম্প অ্যালুমিনিয়াম ও কপারের ওপর শুল্কারোপের কথা জানান। রয়টার্স প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ট্রাম্প প্রশাসন বলছে যুক্তরাষ্ট্রের শিল্পোৎপাদন বাড়ানোর জন্য শুল্ক আরোপের পরিকল্পনা করা হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন শিল্পোৎপাদন বাড়ানোর ক্ষেত্রে অন্যতম প্রতিবন্ধকতা হবে অভ্যন্তরীণ সরবরাহের ঘাটতি এবং মার্কিন স্মেল্টারগুলো চালুর ক্ষেত্রে দীর্ঘ বিলম্ব।
দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের লক্ষ্য মার্কিন শিল্পোৎপাদন বাড়ানো, তবে খাত সংশ্লিষ্টরা এরই মধ্যে সতর্ক করেছেন আগামীতে এর নেতিবাচক প্রভাবে সাধারণ ভোক্তাদের ব্যয় বাড়বে।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে অ্যালুমিনিয়াম ও কপারের জন্য স্মেল্টারগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এ অবস্থায় সেগুলো পুনরায় চালু করতে দীর্ঘ সময়ের প্রয়োজন। পর্যাপ্ত পরিমাণে স্থানীয় পর্যায়ের উৎপাদন ছাড়া ব্যয় বাড়বে। বিশেষ করে অটোমেকারদের খরচ বাড়ার ফলে পণ্যের দাম বৃদ্ধিতে ভোক্তাদের উপর চাপ বাড়বে।
কানাডা থেকে অ্যালুমিনিয়াম আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপ করলে মার্কিন গ্রাহকদের বার্ষিক ব্যয় ১৫০ কোটি ডলার থেকে ২০০ কোটি ডলার বাড়তে পারে। একইভাবে কপারের শুল্ক দামকেও প্রভাবিত করতে পারে। এটি মার্কিন খনিগুলোর বিকাশে সহায়তা করবে। তবে এতে উৎপাদন শুরু হতে আরো কয়েক বছর সময় লাগবে।