যুক্তরাষ্ট্রের সুদের হার কমানোর পূর্বাভাসে বিশ্ববাজারে আবারও বাড়লো বিনিয়োগের নিরাপদ মাধ্যম স্বর্ণের দাম।
সোমবার (১ এপ্রিল) রেকর্ড বেড়ে প্রতি আউন্স স্পট গোল্ড বিক্রি হচ্ছে ২ হাজার ২৬৫ ডলার দরে। ফিউচার গোল্ডের দাম ২ শতাংশ বেড়ে হয়েছে আউন্স প্রতি ২ হাজার ২৮৬ ডলার।
চলতি বছরের মে থেকে জুন মাসের মধ্যে আবারও সুদের হারে কাটছাঁট করতে পারে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, বিশ্বে সবচেয়ে বেশি স্বর্ণ কিনছে চীনের গ্রাহক আর দেশটির কেন্দ্রীয় ব্যাংক।