বিশ্ব অর্থনীতি
অর্থনীতি
0

ব্রিকসে যোগ দিল সৌদি আরবসহ ৫ দেশ

নতুন বছরে আনুষ্ঠানিকভাবে ব্রিকসে যোগ দিয়েছে সৌদি আরব, মিশর, ইথিওপিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাত। সৌদি'র রাষ্ট্রীয় টেলিভিশন এই খবর প্রকাশ করেছে।

ব্রিকসে যোগ দেওয়ার বিষয়ে কয়েকমাস ধরে আলোচনা চলছে রিয়াদে। আগস্টে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেছিলেন, সবকিছু বিবেচনা করে সঠিক সিদ্ধান্তই নেওয়া হবে।

সেসময় তিনি বলেছিলেন, সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালী করতে ব্রিকস খুবই গুরুত্বপূর্ণ ও লাভজনক মাধ্যম।

এই পাঁচ দেশ যোগ দেওয়ার আগে ব্রিকসের সদস্য ছিলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা।

অন্যদিকে আর্জেন্টিনা ব্রিকসে যোগ দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে সরে যায়। প্রেসিডেন্ট নির্বাচনের পরপরই ডিসেম্বরের শেষের দিকে ব্রিকসে পাঠানো এক চিঠিতে দেশটি জানিয়েছে, আর্জেন্টিনার এখনো ব্রিকসে যোগ দেওয়ার সময় হয় নি।

ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড-আইএমএফ এর পরিসংখ্যান বলছে, ব্রিকস এখন জি-৭ কেও ছাড়িয়ে গেছে। বর্তমানের এই জোটের জিডিপি বিশ্ব জিডিপি’র ৩৬ শতাংশ।

এসএসএস