পরিষেবা
অর্থনীতি
0

বাংলাদেশে যাত্রা শুরু করলো ইথিওপিয়ান এয়ারলাইন্স

আফ্রিকার শীর্ষ বিমানসংস্থা ইথিওপিয়ান এয়ারলাইন্স বাংলাদেশে যাত্রা শুরু করেছে। আজ (রোববার, ৩ নভেম্বর) সকালে ১৭২ যাত্রী নিয়ে ঢাকায় পৌঁছে ৭৮৭-৯০০ ড্রিমলাইনার দিয়ে পরিচালিত উদ্বোধনী ফ্লাইটটি। এসময় ওয়াটার স্যালুট দিয়ে ফ্লাইটটিকে স্বাগত জানায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।

শুরুতে সপ্তাহে ৫ টি ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভুঁইয়া বলেন, ‘আফ্রিকার বৃহৎ এই এয়ারলাইন্সটির যাত্রা দুদেশের বাণিজ্য, পর্যটন ও সাংস্কৃতিক বিনিময়ে সহায়ক হবে। ভূমিকা পালন করবে অর্থনীতিতেও।’

আর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, ‘এই ফ্লাইটের মধ্য দিয়ে শুধু ইথিওপিয়া নয় পুরো আফ্রিকা, ইউরোপ ও উত্তর আমেরিকার গন্তব্যগুলোতেও যাত্রা সহজ হবে বাংলাদেশের যাত্রীদের।’

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর