দেশে এখন , পরিষেবা
অর্থনীতি
1

তিতাস গ্যাসের এমডি হলেন শাহনেওয়াজ পারভেজ

তিতাস গ্যাসের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পেয়েছেন জিটিসিএলের দায়িত্বে থাকা পেট্রোবাংলার মহাব্যবস্থাপক শাহনেওয়াজ পারভেজ। আজ (সোমবার, ৯ সেপ্টেম্বর) বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) এক অফিস আদেশে এ কথা জানানো হয়েছে।

পেট্রোবাংলার প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক মো. আমজাদ হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক পদে চলতি দায়িত্বে নিয়োজিত পেট্রোবাংলার মহাব্যবস্থাপক (কারিগরি ক্যাডার) শাহনেওয়াজ পারভেজকে জিটিসিএল থেকে বদলি করে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি (টিজিটিডিপিএলসি) এর ব্যবস্থাপনা পরিচালক পদের চলতি দায়িত্ব দেয়া হলো।

আদেশে আরো বলা হয়, এক্ষেত্রে শর্তযুক্ত হবে যে, চলতি দায়িত্ব একটি সাময়িক ব্যবস্থা এবং তা সংশ্লিষ্ট কর্মকর্তাদের পারস্পরিক জ্যেষ্ঠতার ক্ষেত্রে কোনো বাধা হবে না এবং নিয়মিত পদোন্নতির ক্ষেত্রে কারো কোন অধিকার সৃষ্টি বা ক্ষুন্ন করবে না। এছাড়া চলতি দায়িত্ব দেয়ার পর ব্যবস্থাপনা পরিচালক পদে কোন কর্মকর্তা নিয়োগ/বদলি/পদোন্নতি/পদায়ন করা হলে শাহনেওয়াজ পারভেজ তার আগের পদ বা মহাব্যবস্থাপক পদে ফিরে যাবেন।

সে হিসেবে তিনি টিজিটিডিপিএলসির ব্যবস্থাপনা পরিচালক পদে চলতি দায়িত্বে যোগ দেবেন। কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়।

এর আগে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির (টিজিটিডিপিএলসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. হারুনুর রশীদ মোল্লাহর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।

তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে আজ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

চুক্তির ভিত্তিতে হারুনুর রশীদ কয়েক দফা এ পদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ গত বছরের ২৯ সেপ্টেম্বর থেকে এক বছরের জন্য চুক্তিতে তিতাসের এমডি হিসেবে নিয়োগ পান তিনি।

এএইচ

এই সম্পর্কিত অন্যান্য খবর