চার দিনের ব্যবধানে নারায়ণগঞ্জে আবারও তিতাস লাইনে ফাটল, গ্যাস সরবরাহ বন্ধ

গ্যাস পাইপ মেরামতের কাজ চলছে
গ্যাস পাইপ মেরামতের কাজ চলছে | ছবি: এখন টিভি
1

নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের শাসনগাঁও এলাকায় তিতাস গ্যাসের প্রধান পাইপলাইনে আবারও ফাটল দেখা দিয়েছে। এতে আজ (শনিবার, ২৯ নভেম্বর) বিকেল সাড়ে তিনটা থেকে পরবর্তী তিন ঘণ্টা পুরো এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, পাইপলাইনে হঠাৎ ফাটল ধরা পড়লে জরুরি ভিত্তিতে সরবরাহ বন্ধ রেখে মেরামত কাজ শুরু করা হয়। পরে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মেরামত সম্পন্ন হলে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হয়।

হঠাৎ গ্যাস বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকেরা। বিশেষ করে গ্যাস নির্ভর শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হয়।

ফতুল্লার বিভিন্ন ডাইং ও পোশাক কারখানার মালিকরা অভিযোগ করেন, বারবার লাইন ফাটার কারণে তারা নিয়মিত ক্ষতির মুখে পড়ছেন। গ্যাস না থাকায় ‘উইংস’ মেশিনে থাকা কাপড় নষ্ট হয়ে যায়, ফলে অনেক কারখানাকে শ্রমিকদের ছুটি দিতে বাধ্য হতে হয়েছে। এতে নির্ধারিত সময়ে রপ্তানি ব্যাহত হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।

তিতাস গ্যাস নারায়ণগঞ্জ অফিসের উপ-ব্যবস্থাপনা পরিচালক রাজীব কুমার সাহা বলেন, ‘পাইপলাইনের ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামত করা হয়েছে এবং সন্ধ্যার পর থেকেই সরবরাহ স্বাভাবিক আছে।’

উল্লেখ্য, এর মাত্র চার দিন আগে একই এলাকায় পঞ্চবটি–মুক্তারপুর উড়াল সড়কের পাইলিংয়ের সময় প্রধান সঞ্চালন পাইপলাইন ফেটে যায়। সেই ঘটনায় টানা ৬০ ঘণ্টা শহরজুড়ে গ্যাস সরবরাহ বন্ধ ছিল। একই এলাকায় পুনরায় লাইনে ফাটল ধরা পড়ায় উদ্বেগ বেড়েছে।

এএইচ