পরিষেবা
অর্থনীতি
0

ঢাকা-জেদ্দা রুটে ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

সৌদি আরবের জেদ্দায় প্রবাসী ও হজ পালনকারী বাংলাদেশিদের উন্নত যাত্রীসেবা দিতে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা-জেদ্দা রুটে ফ্লাইট শুরুর পরিকল্পনা নিয়েছে। সপ্তাহে প্রতিদিন ৪৩৬ আসনের এয়ারবাস ৩৩০ ও ৩০০ এয়ারক্রাফট দিয়ে এই ফ্লাইট শুরু করবে সংস্থাটি।

আজ (রোববার, ৫ মে) এক বিজ্ঞপ্তিতে এই বিষয় নিশ্চিত করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। আগামী আগস্ট থেকে জেদ্দায় এই ফ্লাইট পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। 

প্রতিযোগিতামূলক ভাড়া ও যাত্রীদের পছন্দ অনুযায়ী সময়কে প্রাধান্য দিয়ে ইউএস-বাংলা ফ্লাইট পরিকল্পনা সাজাচ্ছে বলে জানিয়েছে সেবাদাতা সংস্থাটি।

বর্তমানে অভ্যন্তরীণ সব রুট ছাড়াও ইউএস-বাংলা এয়ারলাইন্স দুবাই, শারজাহ, আবুধাবী, মাস্কাট, দোহা, মালে, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক, গুয়াংজু, চেন্নাই ও কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করছে। 

বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে দুটি এয়ারবাস ৩৩০ ও ৩০০সহ মোট ২৪টি এয়ারক্রাফট রয়েছে।

ইএ